মোঃ আসিফুজ্জামান আসিফ সিনিয়র ষ্টাফ রিপোর্টার
অদ্য ২৪-০১-২৫ অরিখ বেলা ২ ঘটিকায় দারুল ইহসান ট্রাস্টের তাহফিযুল কুরআনিল কারিম ফাযিল -স্নাতক-
মাদরাসার ছাত্র-শিক্ষক, কর্মচারী ও এলাকার সাধারণ জনতা এক মানব বন্ধনে দারুল ইহসান ট্রাস্টের ম্যানেজিং
ট্রাস্টি জনাব মারুফ হোসেন মুকুল-এর নামে মিথ্যা মামলা- অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদ তার মুক্তির দাবিতে
এবং উক্ত মাদরাসার বোর্ড অব ট্রাস্টির সদস্য প্রফেসর হেলাল আহমেদ-এর নামে দায়েরকৃত মিথ্যা মামলার
প্রতিবাদ করেন। উত্তরা থানার মামলা নম্বর-১৮- তারিখ- ০৯-১২-২০২৪ইং-এর মূলে কোনো ওয়ারেন্ট
ব্যতিরেকে গত ২২-০১-২০২৫ইং তারিখে আশুলিয়া সহকারী কমিশনার -ভূমি- অফিস থেকে আশুলিয়া থানা
পুলিশ গ্রেফতার করে উত্তরা থানায় প্রেরণ করেন। একই মামলায় প্রফেসর হেলাল আহমেদ মামলার ১৭৯ নম্বর
আসামি। প্রফেসর হেলাল আহমেদ ও জনাব মারুফ হোসেন মুকুলকে ভুয়া ও মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে
ছাত্র-শিক্ষক ও এলাকার জনগণ বিক্ষোভে ফেটে পড়ে এবং মিথ্যা মামলা হতে অব্যাহতি প্রদানের দাবি করে।
উল্লেখ্য যে, দারুল ইহসান ট্রাস্টের প্রধান কার্যালয় বাড়ি -২১, রেডি # ৯-এ, ধানমন্ডি আ/এ ২০২০ইং সালে তৎকালীন আওয়ামিলীগের সাংঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক জোরপূর্বক দখল করে তার মেয়েকে একটি অফিস বানিয়ে দেয়। ছাত্র-জনতার বিপ্লবে ৫ই আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হলে নানক ও তার কন্যা পালিয়ে যায়। তখন ট্রাস্টের প্রধান কার্যালয় আওয়ামি ফ্যাসিবাদের দখল মুক্ত হয়। ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি কিংবা অন্য কোনো ট্রাস্টির আওয়ামিলীগ কিংবা-এর অঙ্গ সংগঠনের সাথে কোনো সম্পর্ক নেই।