
চঞ্চল,
লালমনিরহাট সদর উপজেলায় একটি ট্রাক ও অটোরিকশার মধ্যে ভয়াবহ সংঘর্ষে রেজওয়ানা আক্তার রিমি -২০- নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের উমাপতি হরনারায়ণ মাঝাপাড়া মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত রিমি তিস্তা সওদাগার পাড়ার বাসিন্দা রেজাউল করিমের মেয়ে এবং সম্মান শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রওশন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হই। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
পুলিশ জানায়, রিমি কুড়িগ্রামে তার এক বান্ধবীর বাসায় নিমন্ত্রণ রক্ষা করে একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে অবহিত করে।
পুলিশ আরও জানায়, অটোরিকশাটিতে আরও দুইজন আরোহী ছিলেন যারা দুর্ঘটনায় আহত হন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সেখান থেকে চলে যাওয়ায় তাদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
রিমির অকাল প্রয়াণে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।