
ফারহান ইসলাম হিলি, পাঁচবিবি প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি জোরদার করেছে উপজেলা প্রশাসন। নির্বাচন বাকি আর মাত্র ২৮ দিন। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয়ভাবে কাজ করছে।
নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, নির্বাচনী এলাকা ও সংবেদনশীল ভোটকেন্দ্রগুলোতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবির চেকপোস্ট বসানো হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, গুজব কিংবা অবৈধ অস্ত্র বহন রোধে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
একই ভাবে গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ভোটার উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পাশাপাশি দিন ও রাতব্যাপী যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মো. রায়হান বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে একাধিক চেকপোস্ট বসানো হয়েছে। ইতোমধ্যে উপজেলার ৬৯টি ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়েছে। জয়পুরহাট-১ আসনের পাঁচবিবি উপজেলায় নির্বাচন সুষ্ঠু ও সফল করতে আমি সর্বোচ্চ মেধা ও দক্ষতা দিয়ে দায়িত্ব পালন করব। তিনি এ সময় নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তথ্য আদান-প্রদান ও সহযোগিতার আহ্বান জানান।
























