
শওকত আলম, কক্সবাজার:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ কে কেন্দ্র করে নির্বাচনকালীন সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে অদ্য ২৯ জানুয়ারি ২০২৬ খ্রি. বাংলাদেশ প্রশাসন ও ব্যবস্থাপনা ইনস্টিটিউট (বিয়াম), কক্সবাজারে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের মধ্যে কা
র্যকর আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা এবং গুজব ও সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময়কালে প্রধান অতিথি সেনাবাহিনী প্রধান বলেন, গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি হলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। সে লক্ষ্য অর্জনে সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ ও অন্যান্য বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ে কাজ করার আশ্বাস প্রদান করেন।
এসময় পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান কক্সবাজার জেলার নির্বাচন সংক্রান্ত সার্বিক নিরাপত্তা প্রস্তুতি তুলে ধরে বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। তিনি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা, মোবাইল টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোকপাত করেন।
সভায় আরও আলোচনা হয় নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে আগাম প্রস্তুতি, তথ্য আদান-প্রদান ও সমন্বিত কমান্ড কাঠামোর কার্যকারিতা নিশ্চিত করার বিষয়ে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

























