
চঞ্চল,
কাউন্টডাউন শুরু! আগামী ১১ জুলাই, শুক্রবার, মালয়েশিয়ায় শুরু হতে যাওয়া ‘লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে মাঠে নামছে লালমনিরহাটের তরুণ ফুটবল প্রতিভা আবু তালহা -১৬-। এক মাছ বিক্রেতার ছেলের বিশ্বজয়ের এই স্বপ্নযাত্রা এখন সমগ্র জেলার ক্রীড়াপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ক’দিন পর দেশেরও কেন্দ্রবিন্দুতে পৌঁছাবে তালহা!
‘হ্যালো সুপারস্টারস’-এর উদ্যোগে আয়োজিত দেশব্যাপী প্রতিভা বাছাই কার্যক্রমের মাধ্যমে উঠে আসা এই কিশোর, ‘জাফরানী স্পোর্টিং ক্লাবে’ এর অনূর্ধ্ব-১৬ দলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ১৬ জুন বিকেএসপিতে অনুষ্ঠিত চূড়ান্ত ট্রায়ালে সাবেক জাতীয় তারকা কায়সার হামিদ ও মামুনুল ইসলামের মতো অভিজ্ঞদের নজর কাড়তে সক্ষম হন তিনি।
তালহার এই উত্থানের গল্পটা সংগ্রামের। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার জোলাপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী আবুল কাশেম ও মা আছিয়া বেগমের ছোট ছেলে তিনি। অভাবের সংসারে থেকেও ফুটবলকে ধ্যানজ্ঞান বানিয়ে এগিয়ে চলা তালহার সাফল্যে আজ তার পরিবার ও এলাকাবাসী গর্বিত।
তালহার একাডেমি পরিচালক এবিএম ফিরোজ সিদ্দিকী আপেল বলেন, “আমার অ্যাকাডেমির ছাত্ররা আন্তর্জাতিক পর্যায়ে খেলছে, এটা আমাদের জন্য বিশাল প্রাপ্তি। তালহার প্রতিভা তাকে অনেক দূর নিয়ে যাবে।”
দারিদ্র্যকে পেছনে ফেলে আসা এই তরুণ আত্মবিশ্বাসের সাথে জানায়, “এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের সম্মান বাড়াতে চাই।” এখন অপেক্ষা, ১১ থেকে ১৩ জুলাই মালয়েশিয়ার মাঠে তালহার পায়ের জাদু দেখার!