
দৈনিক আজকের বাংলা ডেস্ক:
তিন বছর পর দারুণভাবে ফিরে এলেন আমির খান। ২০২২ সালে লাল সিং চাড্ডা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় তিনি অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন। কিন্তু সেই আমিরই এবার দুর্দান্ত সাফল্য নিয়ে ফিরেছেন।
গত ২০ জুন মুক্তি পেয়েছে এস প্রসন্ন পরিচালিত তাঁর নতুন সিনেমা। মুক্তির পর নানা অনিশ্চয়তা থাকলেও বক্স অফিসে চমক দেখিয়েছে ছবিটি।
-
প্রথম সপ্তাহে আয়: ৮৮ কোটি ৪৬ লাখ রুপি
-
দ্বিতীয় সপ্তাহে আয়: ৪৬ কোটি ৪৫ লাখ রুপি
-
বিশতম দিনে আয় কিছুটা কমে দাঁড়িয়েছে ১ কোটি ১৫ লাখ রুপি।
সবমিলিয়ে ভারতের বক্স অফিসে ২০ দিনে ছবির মোট আয় দাঁড়িয়েছে ১৭৯ কোটি ৭৯ লাখ রুপি। বিদেশের আয় যোগ করলে ছবিটি অনেক আগেই ২০০ কোটি রুপির ক্লাব ছুঁয়েছে।
বিশ্লেষকেরা মনে করছেন, বিগত কয়েক বছরে শাহরুখ, সালমান, হৃতিক, রণবীরের মতো তারকারা একের পর এক অ্যাকশন ঘরানার সিনেমা করেছেন। ফলে দর্শকরা অন্যরকম গল্পের খোঁজ করছিলেন। সেই খরাকালেই আমিরের ড্রামা ঘরানার এই সিনেমা দর্শকের মনে জায়গা করে নেয়। প্রথমে ধীরগতিতে শুরু করলেও ‘মাউথ পাবলিসিটি’র জোরে আয় বেড়েছে ক্রমাগত।
ছবিতে আমির খান অভিনয় করেছেন এক বাস্কেটবল কোচের চরিত্রে, যিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রশিক্ষণ দেন। স্ত্রী চরিত্রে দেখা গেছে জেনেলিয়া দেশমুখকে।