
তিতাস( কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে পেয়ারা গাছ নিয়ে দ্বন্দ্বে মহিলার কিল-ঘুষিতে নজরুল ইসলাম নামে ৪ সন্তানের জনকের নিহতের অভিযোগ পাওয়া গেছে।গত শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মজিদপুর গ্রামের মধ্যপাড়া জাভুইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত নজরুল ইসলাম (৫৫) ওই গ্রামের আবদুল লতিফের ছেলে।নিহতের স্ত্রী রাশিদা জানায়, আমি চক (জমি) থেকে বাড়িতে এসে জিজ্ঞাসা করেছি যে, আমাদের গাছের পেয়ারা কে নিয়েছে? আমার পাশের ঘরের মহিউদ্দিনের স্ত্রী সাহিনার মেয়ের হাতে একটা পেয়ারা ছিলো, সাহিনা হয়তো ভেবেছে আমি তার মেয়েকে সন্দেহ করছি। এ নিয়ে একপর্যায়ে সাহিনা আমার ওপর ক্ষেপে যায়। পরে সাহিনা ও তার ছেলে সিয়াম আমার স্বামীকে কিল-ঘুষি মেরে ফেলে চলে যায়।হাসপাতালে নেওয়ার পর ডাক্তার আমার স্বামীকে মৃত ঘোষণা করে।একই গ্রামের সাবেক ইউপি সদস্য বাবুল ব্যাপারী বলেন, পেয়ারা গাছ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে নজরুল ইসলামকে তার চাচাতো ভাই মহিউদ্দিনের স্ত্রী সাহিনা কিল-ঘুষি মারে। নজরুলের হার্টের সমস্যা ছিলো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করে।বর্তমান ইউপি সদস্য মো. ইয়াছিন মিয়া বলেন, পেয়ারা গাছ নিয়ে ঝগড়ার জেরে একজন নিহতের কথা শুনে কল করে আমাদের ইউপি চেয়ারম্যান ও তিতাস থানাকে অবহিত করি।পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।তিতাস থানার এস আই ইমরুল হক বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।এখনো কোনো অভিযোগ পাইনি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।