তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাওলানা জাহাঙ্গীর আলম ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গত বৃহস্পতিবার রাতে হৃদ্ররোগজনিত কারণে তিনি মারা যান বলে জানান তাঁর পরিবার।
গতকাল শুক্রবার সকাল ১১টায় নিহতের নীজ গ্রামে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিনের উপস্থিতিতে তিতাস থানার পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করা হয় তাঁকে। জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল -৭২-বছর। তিনি স্ত্রী- চার ছেলে- তিন মেয়ে’সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।