
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ উপজেলার তারাবতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও ১ টাকার বাজারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে তারাব পৌরসভার সাবেক মেয়র মাহাবুবুর রহমান খান মাহবুবের ছেলে মাহমুদ হাসান খান সিয়ামের অফিসে এ দোয়া মাহফিল এবং ১ টাকার বাজারের উদ্বোধন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তারাব পৌর বিএনপির সভাপতি তাশিক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সহসভাপতি মোজাম্মেল হক ফারহান, পৌর বিএনপির সদস্য আমিনুল ইসলাম এবং তারাব পৌর যুবদলের আহ্বায়ক আফজাল হোসেন।দোয়া মাহফিল শেষে মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়ার নির্দেশে তারাব পৌর বিএনপির নেতাকর্মীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ১ টাকার বাজারের উদ্বোধন করেন।১ টাকার বাজারের আয়োজক মোজাম্মেল হক ফারহান, আমিনুল ইসলাম ও সিয়াম খান যৌথ বিবৃতিতে জানান, “দিপু ভূইয়ার নির্দেশে আমাদের ওয়ার্ডে গরীব ও অসহায় মানুষের জন্য ১ টাকা দিয়ে নিত্যপণ্য সরবরাহ করছি, যা গরীব-দুস্থ মানুষের উপকারে আসবে।”
























