
বিজয় চৌধুরী, ঢাকা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণায় সক্রিয় রয়েছেন বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। চতুর্থ দিনের মতো নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সভার মাধ্যমে তিনি ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখেন।
প্রচারণা সভায় মির্জা আব্বাস বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল সহনশীল মনোভাব নিয়ে নির্বাচনে অংশ নেবে এবং জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
বক্তব্যে তিনি সমাজ থেকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি নির্মূলের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস বলেন, সমাজে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত হলে উন্নয়ন ও স্বাভাবিক জীবনযাত্রা সহজ হবে।
নির্বাচনী প্রচারণায় তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও জনগণের সেবা করাই তার প্রধান লক্ষ্য। ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তিনি এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং তা সমাধানে কাজ করার আশ্বাস দেন।
ঢাকা-৮ আসনের বিভিন্ন এলাকায় প্রচারণা চলাকালে স্থানীয় জনগণের উপস্থিতি ও অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। অনেক ভোটারই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশার কথা জানান।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নির্ধারিত রয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে। নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোতে সব রাজনৈতিক দলের প্রচারণা কার্যক্রম জোরদার হয়েছে।
























