
মোঃ আসিফুজ্জামান আসিফ,
ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে ঢাকা ১৯ আসনে ধানের শীষের পক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি সোমবার দুপুর ১২ টার সময় আশুলিয়ার নন্দন পার্কের সামনে থেকে শুরু হয়ে সাভার ব্যাংক টাউন গিয়ে শেষ হয়। এ সময় র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নানা স্লোগান দিতে থাকে। এ সময় র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের বিভিন্ন আকর্ষণীয় সাজসজ্জার সাথে আনন্দঘন পরিবেশে ধানের শীষের পক্ষে ভোটের প্রচার করতে দেখা যায়। র্যালি শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।
ঢাকা ১৯ বিএনপি’র ঘাঁটি উল্লেখ করে তিনি আরো বলেন, ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে ঢাকা ১৯ আসনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। র্যালিতে প্রায় ৫ হাজার মোটরসাইকেল সহ শত শত প্রাইভেট কার, মাইক্রোবাস ও পিকআপ নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এই সময় নেতাকর্মীরা আইয়ুব খানের সালাম নিন ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম নিন ধানের শেষে ভোট দিন, সবার আগে বাংলাদেশ ইত্যাদি স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলে। এদিকে র্যালি শেষে আয়োজকরা জানান, আজকে তাদের এই বর্ণাঢ্য র্যালিতে প্রায় ৫ হাজার মোটরসাইকেল, ৫ শতাধিক প্রাইভেট কার, মাইক্রোবাস ও পিকআপ সহ প্রায় ৩০ হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
























