পাবনা প্রতিনিধি।।
রাজধানীর রামপুরা চৌধুরীপাড়ায় এক নবদম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ৯ নভেম্বর দুপুরে লাশ দুটি উদ্ধারের পর ঢাকা মেডিক্যাল কলেজ -ঢামেক- হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক ধারণা- এই দম্পতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
জুবায়ের হোসেন বিপুল -২৭- পাবনা সদরের বলরামপুর গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে। তিনি মোটরসাইকেলের গ্যারেজের মেকানিক ছিলেন। তার স্ত্রী মনিসা আক্তার -১৮- গাজীপুরের কাপাসিয়া থানার নলগাও গ্রামের হোসেন বেপারীর মেয়ে।
রামপুরা থানার উপপরিদর্শক -এসআই- মোহাম্মদ বাসেদ মিয়া বলেন- খবর পেয়ে বিকেলে রামপুরার চৌধুরীপাড়ার ওই বাসার তৃতীয় তলার একটি কক্ষের দরজা ভেঙে স্বামী জুবায়ের ফ্যানের সাথে গলায় রশি পেঁচানো
এবং স্ত্রী মনিসা আক্তারকে জানালার গ্রিলের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত তাদের ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
বাসেদ মিয়া আরো বলেন, ‘দুই মাস আগে প্রেমের সম্পর্কে দুজনের বিবাহ হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে- স্বামী-স্ত্রী কলহে ফাঁস লাগিয়া আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিপুলের বন্ধুর ভাই আব্দুল করিম বলেন- বিপুল গতকাল মধ্যরাতে রাতে তার এক বন্ধুর মোবাইলে ফোন করেছিল তবে রিসিভ করেনি।
তার বন্ধুর মোবাইলে মেসেজ করলে জানিয়েছিলেন তার মোবাইলে পিন কোড কোথায় কার কাছে কত টাকা পাবে, এসব মেসেজ দিয়েছিল।
সে রাতে ঠিক না পেয়ে সকালে মোবাইলে মেসেজ দেখতে পেয়ে বিপুলের মোটর সাইকেলের গ্যারেজের কর্মচারীকে ওই বাসায় পাঠায় পরে জানালার ফাঁক দিয়ে স্বামী স্ত্রী দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।