রাবি প্রতিনিধি।।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এস এ মালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
বুধবার (৭ ডিসেম্বর) জনসংযোগ দপ্তর প্রশাসকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই শোক প্রকাশ করে।
প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত ঐ শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, মুক্তিযুদ্ধে ও স্বাধীন বাংলাদেশে এস এ মালেকের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তার মৃত্যুতে জাতি তার এক অন্যতম বীর মুক্তিযোদ্ধাকে হারালো, দেশ হারালো তার অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে। ভাষা আন্দোলন ও ছয় দফা আদায়ের সংগ্রাম তথা মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা, বঙ্গবন্ধু পরিষদ সংগঠনে ও সমাজ সেবায় তাঁর অবদান অম্লান হয়ে থাকবে।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।