আবু সায়েম আকন,
ঝালকাঠি জেলা প্রতিনিধি।।
ঝালকাঠিতে লঞ্চে অগ্নিসংযোগ দেখতে যাওয়ার পথে কাঠালিয়া উপজেলার কচুয়া নামক স্থানে দুজন মটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়।
নিহতরা হলো কাঁঠালিয়া উপজেলার আমুয়া এলাকার মো. খোকনের ছেলে মো. পারভেজ (১৮), মঠবাড়িয়া ছোট শৈউলা এলাকার মো. ফারুক আকনের ছেলে মো. হাসিব (২২)।
জানাগেছে, কাঁঠালিয়া থেকে পারভেজ ও হাসিব মোটরসাইকেল যোগে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা দেখতে যাচ্ছিল।
বিকাল সোয়া ৪টার দিকে কাঁঠালিয়া উপজেলার কচুয়া বাজার এলাকায় তাদের মটর সাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খেয়ে দুজনেই ছিটকে পরে গুরুত্বর আহত হয়।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সন্ধ্যা ৬ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।