আবু সায়েম আকন,
ঝালকাঠি জেলা প্রতিনিধি।।
ঢাকা বরগুনা রুটের এমভি অভিযান-১০ নামক লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকা থেকে ছেড়ে বরগুনা যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে সংবাদ প্রেরন পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ারসার্ভিস এবং শতাধিক অগ্নিদগ্ধকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠিয়েছে।
বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে এই অগ্নিসংযোগ ঘটে।
দুর্ঘটনার কবল থেকে বেঁচে যাওয়া লঞ্চের একাধিক যাত্রী জানিয়েছেন, রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্চিনরুমে আগুন লেগে পর্যায়ক্রমে পুরো লঞ্চে ছড়িয়ে পরে। এসময় লঞ্চে থাকা কয়েকশো যাত্রীদের অনেকে প্রানে বাঁচতে নদীতে ঝাপ দেয়।
বরিশাল ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো.বেলাল উদ্দিন জানান, বরিশাল ও ঝালকাঠির স্থানীয় ফায়ার সার্ভিসের ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছি । আমরা এখান থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করেছি। এছাড়াও আনুমানিক ৬০-৭০ জন অগ্নিদগ্ধ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করেছি । তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। কি কারণে আগুনের সূত্রপাত্র হয়েছে তা সঠিক বলা যাচ্ছে না তবে ধারণা করা হচ্ছে ইঞ্জিন রুম থেকে আগুনের সুত্রপাত।