
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঝালকাঠির কাঁঠালিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার পূর্ব ছিটকী দারুল কোরআন তৈয়্যেবিয়া হাফিজি মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত। তিনি বলেন, “আজ শুধু বাংলাদেশ নয়—সারা বিশ্বের চোখ এখন এভারকেয়ার হাসপাতালের দিকে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি তাঁর দক্ষতা, প্রজ্ঞা ও দেশ পরিচালনার সক্ষমতা দিয়ে বারবার প্রমাণ করেছেন—বাংলাদেশ কীভাবে এগিয়ে যেতে পারে। তাই তাঁর অসুস্থতা শুধু একটি রাজনৈতিক দলের নয়, পুরো জাতির উদ্বেগের বিষয়।”
তিনি আরও বলেন,“বেগম খালেদা জিয়া কখনো আলেম-ওলামাদের বিরোধিতা করেননি, বরং তাঁদের সম্মান দিয়েছেন। দেশের ধর্মীয় শিক্ষা, মসজিদ-মাদ্রাসার উন্নয়নে তাঁর ভূমিকা অনস্বীকার্য। অথচ বিগত ১৫ বছর মিলাদ ও মাহফিল আয়োজন করতে গেলেও প্রশাসনের অনুমতির বাধা পেরোতে হয়েছে আমাদের। কিন্তু দেশনেত্রী সবসময় আলেম সমাজের কথা বলেছেন, তাঁদের অধিকার ও সম্মানের পক্ষে দাঁড়িয়েছেন।”
গোলাম আজম সৈকত এ সময় আরও বলেন, “আজ আমরা দোয়া করছি—আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আবারও মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দেওয়ার শক্তি দান করেন।”
মাহফিলে দোয়া পরিচালনা করেন দারুত তাকওয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি নাছরুল্লাহ বিন তৈয়্যেব। মিলাদ ও বিশেষ মোনাজাতে স্থানীয় মুসল্লি, শিক্ষক, অভিভাবক ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় তারা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে মিলাদ, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন অব্যাহত রাখবেন।
























