
ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী ও স্বনামধন্য সামাজিক সংগঠন ফুটন্ত যুব সংঘের উদ্যোগে নগরীর চাঁদগাঁও মোহরাস্থ আব্দুল লতিফ খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতার লক্ষ্যে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড এর আয়োজনে সরকারি আইনি সহায়তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা ও আলোচনা সভা সম্পন্ন হয়।
১০ ফেব্রুয়ারী সোমবার বিকেলে স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রুপন কুমার দাস,প্রধান আলোচক ছিলেন অ্যাসোসিয়েশন অব অ্যালায়েন্স ইন্টারন্যাশনালের গভর্নর আলহাজ্ব এস এম আজিজ,বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও ৭১ টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, দি বাংলাদেশ টুডে এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও ইসলামি ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এস এম আকাশ, দৈনিক সময়ের কাগজ এর সহ সম্পাদক ও সুফি গবেষক নুর মোহাম্মদ রানা।
আব্দুল লতিফ খান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী হাসান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা জজ আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট সাইফুল আবেদীন, ফুটন্ত যুব সংঘের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ফাহিম,অর্থ সম্পাদক আনিসুল ইসলাম আনাস,প্রচার সম্পাদক মোহাদ্দেছ আহাম্মদ আসিফ,কার্যনির্বাহী সদস্য ইসপারুল হাসান তাসিন,শাহরিয়া সাজিদ, ওমর ফারুক, জিয়াউদ্দিন, লিংকন আকবর, আজাদ হোসেন, মিনহাজ উদ্দিন,ইরফান হোসেন, আরাফাত হোসেন রাব্বি,টুইংকেল বড়ুয়া, ফাহিম আনাস আসিফ,তাসিন ওমর, জিয়াউর রহমান,তৌহিদুর ইসলাম আজাদ ও সাজিদ ইমন সহ প্রমূখ।