
শওকত আলম, কক্সবাজার:
জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী শহীদ ওয়াসিম আকরামের স্মরণে আয়োজিত গ্রাফিতি উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমান।
অদ্য ১০/০১/২০২৫ খ্রি. তারিখ পেকুয়া উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ গ্রাফিতি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। গ্রাফিতি উন্মোচনের পূর্বে পুলিশ সুপার মহোদয় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় তিনি শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, শহীদদের স্মৃতি সংরক্ষণ ও সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ শহীদদের প্রতি সম্মান ও রাষ্ট্রের দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।
অনুষ্ঠান শেষে পুলিশ সুপার মহোদয় চকরিয়া উপজেলার জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী আরেক শহীদ আহসান হাবিবের কবর জিয়ারতে অংশগ্রহণ করেন। তিনি সেখানেও শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে এ ধরনের আয়োজন স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

























