Dhaka , Wednesday, 3 December 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি” “সরাইলে অভিভাবকরা দুশ্চিন্তায়” ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নাগরিক আটক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জে দোয়া মাহফিল হত্যার রহস্য ঘিরে ফতুল্লায় মিলল গলা-কাটা যুবকের লাশ পাইকগাছায় জমির ধান কর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ইউনিয়ন নেতার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রীপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল রামগঞ্জে গাছের নীচে চাপা পড়ে যুবকের মৃত্যু বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা “নিঃস্বার্থে করব রক্তদান, হাঁসবে রোগী বাঁচবে প্রাঁণ- আজব নুর বেগম ফাউন্ডেশন। রামগঞ্জে সপ্তাহ পার না হতে আবারও খুন এবার ভাতিজাদের হাতে চাচা খুন ব্যাচের ক্যাডেটদের পাসিং আউট প্যারেড-২০২৫ অনুষ্ঠিত ‎এলাকাবাসীর দাবি এসআই প্রদীপ চন্দ্র সরকার ও চোরের যোগসাজশেই এই মামলা ও গ্রেফতার। সাভারে দোয়া মাহফিলের মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে এ্যানীর শ্বশুরের মৃত্যু বেনাপোলে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় আলোচনা সভা ও দোয়া তারাবতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ১ টাকার বাজারের উদ্বোধন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি,সিলেট জেলা শাখার কমিটি গঠন। সভাপতি ডা: রফিকুল ইসলাম এবং সেক্রেটারি ডা: আব্দুর রকিব যমুনা ফিউচার পার্কে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলনে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ সভ্যতার নীরব আঘাত: শিশুদের পড়াশোনা ও জীবনের ওপর শব্দদূষণের প্রভাব গৃহবধূর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা খেল কিশোর, অতঃপর দোহাজারীতে জায়গা জমি বিরোধকে কেন্দ্র করে ফিল্মি স্টাইলে বসতবাড়িতে হামলা,নগদ অর্থসহ স্বর্ণালংকার লুটপাট সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপে ফেরার পথে স্পিডবোট ডুবি — মা–মেয়ের করুণ মৃত্যু সৌদি আরবের জেদ্দায় ঈদগড় ইউনিয়ন প্রবাসী যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত — গরীবদের জন্য কম্বল বিতরণের উদ্যোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকল্প অফিসে জাকসুর তালা ঝুলানো: নিয়মবহির্ভূত পদক্ষেপে উত্তেজনা, রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ বস্তায় ভরে ৮টি কুকুর ছানাকে পানিতে ফেলে হত্যা ঝালকাঠিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ঠাকুরগাঁও হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে চার দফা যুক্তিসঙ্গত দাবি। আমরা গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণাকর্মের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে কাজ করছি- চবি উপাচার্য।  আবুল সরকারের বিরুদ্ধে শাস্তির দাবিতে আলফাডাঙ্গায় প্রেস ব্রিফিং হাটহাজারিতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ।  রামুতে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক পাচারকারী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদী গানের মিছিল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:43:49 am, Friday, 2 August 2024
  • 79 বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদী গানের মিছিল।।

মোঃ আসিফুজ্জামান আসিফ

 

সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।

 

 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী গণহত্যা, গণগ্রেপ্তার, মিথ্যা মামলা দায়ের ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে প্রতিবাদী গানের মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের -জাবি- শিক্ষক-শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে সংহতি জানিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১২ জন শিক্ষকও অংশ নেন।

বৃহস্পতিবার -১ আগস্ট- দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে নবনির্মিত ছাত্র-জনতা শহীদ স্মৃতিস্তম্ভের সামনে যায়। পরে সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়। সেখান থেকে পুনরায় মিছিল নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা একই পথে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষে করেন। পরে সেখানে সমাবেশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সমন্বয়ক আরিফ সোহেল ও বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী লিয়নসহ গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

সমাবেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক নাহিদ কায়সার সংহতি প্রকাশ করে বলেন- আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তাদের কিছু দাবি নিয়ে পথে নেমে ছিল। সঙ্গত কিংবা অসঙ্গত দাবি যাই হোক তাদের দাবিগুলো শোনার সময় দেওয়া উচিত ছিল। কিন্তু আমরা তাদের কথা কম শুনেছি। তাদের ওপর অত্যন্ত অত্যাচার করা হয়েছে। আমি একজন শিক্ষক একজন অভিভাবক হিসেবে এই আন্দোলনে সংহতি জানাতে এসেছি। আমি চাই শিক্ষার্থীরা ন্যায় পাক, তাদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার হোক।

দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান বলেন- পুরো বাংলাদেশ আজ শিক্ষাঙ্গন। সবাই সরকারের চাল বুঝে গিয়েছে ‘দিনে নাটক- রাতে আটক খেলা খেলছে তারা। জাবির যে দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে- আমরা তাদের মুক্তি চাই। আর না হলে যেখানে তাদের আটকে রাখা হয়েছে আমরা সেখানে যাব- এর জন্য যে সমস্যা হবে তার দায় সরকারকেই নিতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন- যৌক্তিক ও ন্যায্য দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে গতকাল -বুধবার- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষিকাকে পুলিশ লাঞ্ছিত করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের বাসভবনে বোমা হামলা হয়েছে। বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকে ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সকল ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আরেক সমন্বয়ক আহসান লাবিবের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার-পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামালউদ্দিন রুনু- দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন- অধ্যাপক মো. শওকত হোসেন- ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদা পারভীন এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শরণ এহসান প্রমুখ।

 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি” “সরাইলে অভিভাবকরা দুশ্চিন্তায়”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদী গানের মিছিল।।

আপডেট সময় : 08:43:49 am, Friday, 2 August 2024

মোঃ আসিফুজ্জামান আসিফ

 

সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।

 

 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী গণহত্যা, গণগ্রেপ্তার, মিথ্যা মামলা দায়ের ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে প্রতিবাদী গানের মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের -জাবি- শিক্ষক-শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে সংহতি জানিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১২ জন শিক্ষকও অংশ নেন।

বৃহস্পতিবার -১ আগস্ট- দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে নবনির্মিত ছাত্র-জনতা শহীদ স্মৃতিস্তম্ভের সামনে যায়। পরে সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়। সেখান থেকে পুনরায় মিছিল নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা একই পথে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষে করেন। পরে সেখানে সমাবেশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সমন্বয়ক আরিফ সোহেল ও বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী লিয়নসহ গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

সমাবেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক নাহিদ কায়সার সংহতি প্রকাশ করে বলেন- আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তাদের কিছু দাবি নিয়ে পথে নেমে ছিল। সঙ্গত কিংবা অসঙ্গত দাবি যাই হোক তাদের দাবিগুলো শোনার সময় দেওয়া উচিত ছিল। কিন্তু আমরা তাদের কথা কম শুনেছি। তাদের ওপর অত্যন্ত অত্যাচার করা হয়েছে। আমি একজন শিক্ষক একজন অভিভাবক হিসেবে এই আন্দোলনে সংহতি জানাতে এসেছি। আমি চাই শিক্ষার্থীরা ন্যায় পাক, তাদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার হোক।

দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান বলেন- পুরো বাংলাদেশ আজ শিক্ষাঙ্গন। সবাই সরকারের চাল বুঝে গিয়েছে ‘দিনে নাটক- রাতে আটক খেলা খেলছে তারা। জাবির যে দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে- আমরা তাদের মুক্তি চাই। আর না হলে যেখানে তাদের আটকে রাখা হয়েছে আমরা সেখানে যাব- এর জন্য যে সমস্যা হবে তার দায় সরকারকেই নিতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন- যৌক্তিক ও ন্যায্য দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে গতকাল -বুধবার- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষিকাকে পুলিশ লাঞ্ছিত করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের বাসভবনে বোমা হামলা হয়েছে। বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকে ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সকল ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আরেক সমন্বয়ক আহসান লাবিবের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার-পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামালউদ্দিন রুনু- দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন- অধ্যাপক মো. শওকত হোসেন- ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদা পারভীন এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শরণ এহসান প্রমুখ।