
নিউজ ডেস্ক:
জামালপুরের মাদারগঞ্জে নৌকাডুবির ঘটনায় আরও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার ভাটিয়ারচর আনার বাড়ি ঘাট এলাকা থেকে কুলসুম নামে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে। এখনও বৈশাখী নামে আরেক শিশু নিখোঁজ রয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে মাদারগঞ্জের ঝিনাই নদীতে ঘুরতে বের হয় পাঁচ শিশু। একপর্যায়ে নৌকাটি হঠাৎ উল্টে গেলে তারা সবাই নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে আবু হাসান, সাইবা ও পলির মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে হাসান ও পলি আপন ভাই-বোন।
আজ উদ্ধার হওয়া কুলসুমসহ চারজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ বৈশাখীর সন্ধানে নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

























