
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি ।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে মুয়াজ্জিনকে পিটিয়ে আহত করে মসজিদের দানবাক্সের টাকা ছিনতাইযের মামলার সাজিদুর রহমানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর আশিঘর গ্রামের আবারক আলীর ছেলে।
পুলিশ জানায় গত ৩০ অক্টোবর রাতে উপজেলার নন্দিরগাঁও পূর্বপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন আমির হোসেনকে পিটিয়ে আহত করে মসজিদের দানবাক্সের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।