
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে পলো বাওয়া উৎসবে সৌখিন মাছ শিকারি জনতার ঢল নেমেছে।
১১ ডিসেম্বর শনিবার জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রাম এলাকার কোদা বিলে পলো দিয়ে মাছ ধরতে সৌখিন জনতার ঢল নামে।
পলো বাওয়া উৎসবে ইসহাকপুর, লুদরপুর, দুর্গাপুর, বাগময়নারাই, রতিয়ারপাড়া, শ্বাসনহবি, বাউরকাপন সহ কয়েক গ্রামের সৌখিন জনতা অংশ গ্রহণ করেন।
এতে অন্য বছরের তুলনায় মাছ কম পেলেও উৎসবমুখর পরিবেশে শীতল পানিতে নেমে প্রতিযোগিতামূলক ভাবে মাছ ধরতে আনন্দের কোন কমতি ছিল না বলে সৌখিন শিকারিদের মধ্যে অনেকে জানান।