মোঃ রুবেল খান,
মোংলা বাগেরহাট।।
ছয় মাস কারাভোগের পর ভারতীয় ১৩ জেলের মুক্তি
ছয় মাস চব্বিশ দিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় ১৩ জেলে।
শনিবার (৫ মার্চ) দুপুরে তাদের বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্রের কাছে হস্তান্তর করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সহকারি হাই কমিশনের স্টাফ মেম্বার কৌশিক রায়
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গত ৮ আগষ্ট বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ভারতীয় ১৩ জেলেসহ ‘এফ বি স্বর্ণতারা’ নামের একটি ট্রলার জব্দ করে কোস্টগার্ড।
একই দিন তাদের নামে মামলা দিয় বাগেরহাটের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। দীর্ঘ ছয় মাস চব্বিশ দিন কারাভোগের পর তারা আজ মুক্তি পেয়েছে।
মুক্তিপ্রাপ্ত জেলেরা হচ্ছেন- সাইফুদ্দিন হালদার (৩৪), শাহানুর আলী মোল্লা (১৭), স্বর্ণা কুমার খড়া (২২), সুবোধ জানা (৬৯, কমলাকান্ত হালদার (৩৬), সুখদেব দলপতি (২১), ঝন্টু দাস (৪৩), মিলন ঘরামি (৩৭), আব্দুল আলী মোল্লা (২১), স্বপণ দাস (৫০), ইউনুচ আলী শেখ (৩১), শেখ রজব আলী (৩৪) ও আলাউদ্দিন মীর (১৭)। তাদের সবার বাড়ি ভারতের চব্বিশ পরগনায় বলে জানান ওসি।