
দৈনিক আজকের বাংলা ডেস্ক :
বাবার সামনে ছেলেকে খুন, মামলাটি সাতদিন পার হলো । গ্রেফতার হয়নি কোন আসামি। অটো রিস্কা ভাড়া কে কেন্দ্র করে মধ্যযুগীয় পন্থায় দেশীয় অস্ত্র দিয়ে বাবার সামনে ছেলেকে অমানবিকভাবে খুন করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে নরসিংদী পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর এলাকায়। নিহত সুমন, পলাশ উপজেলা ডাঙ্গা ইউনিয়নের জয়নগর এলাকার, মোঃ আলম মিয়ার ছেলে।
চাঞ্চল্যকর সুমন হত্যা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। ৭ দিন পার হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত মামলার কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এলাকাবাসী জানায়, মামলার আসামিরা প্রভাবশালী হওয়ায় অনেকটা দায়সারা ভাব দেখা দিয়েছে। যা নিয়ে ইতিমধ্যে জন ক্ষোভ দেখা দিবে বলে জানাযায়।
এ ব্যাপারে হত্যার মামলা সুবিচার পাওয়া নিয়ে পরিবারের মধ্যে হতাশা দেখা দিয়েছে। পলাশ থানার পুলিশ বলছে আসামি গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় , উপজেলার মো. আলম মিয়ার পুত্র সুমন মিয়াকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। বাবার সামনে ছেলেকে দেশীয় অস্ত্র দিয়ে অমানবিকভাবে মধ্যযুগীয় পন্থায় কুপিয়ে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে খুনি নাজমুল বাহিনী।
মামলার বিবরণ থেকে জানা যায়, ১.দেলোয়ার হোসেন, ২.নাজমুল হোসেন পিতা মৃত মনতাজ উদ্দিন ৩.আইয়ুব পিতা মুসলে উদ্দিন ৪.হিমেল মিয়া পিতা সফি ৫.তারেক মিয়া পিতা দেলোয়ার হোসেন ৬. লিমন মিয়া পিতা সাদেক মিয়া ৭. আশিক,পিতা জাকারিয়া ৮. সোহাগ মিয়া পিতা জাহাঙ্গীর ৯. রেদওয়ান, পিতা সালাউদ্দিন ১০.আমানুল্লাহ পিতা টুকু মিয়া, সর্ব সাং, জয়নগর পলাশ, নরসিংদী সহ আরো অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, যদি আসামিদের দ্রুত গ্রেফতার না করা হয়। তাহলে তারা মানববন্ধন, সংবাদ সম্মেলন ও মহাসড়ক অবরোধ করবে। বাবার সামনে ছেলেকে খুন, এই চাঞ্চল্যকর হত্যা মামলার সকল আসামির ফাঁসি দাবি করা হয়েছে।