
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।।
চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে অসহনীয় লোডশেডিং। যার ফলে এই তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। ভোর থেকে শুরু হয়ে গভীর রাত অবদি বিদ্যুৎ বিভ্রাটের এ মহড়া চলছে। প্রতিনিয়ত আসা-যাওয়ার মধ্যেই আছে বিদ্যুৎ।
মঙ্গলবার -১০ সেপ্টেম্বর- চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়- এলাকায় প্রায় প্রতি দেড় ঘণ্টা পরপর বিদ্যুৎ আসে এবং মাত্র ৪০ থেকে ৪৫ মিনিট পর আবার চলে যায়।
লহলামারী এলাকার বাসিন্দা মো. নূরুল ইসলাম জানান- সারাদিন কাজ করে রাতে ঘুমানোর সময় বিদ্যুৎ চলে গেলে তীব্র গরমে ঘুম আসে না। যার ফলে পরদিন কাজে মনোযোগ দেওয়া কষ্টকর হয়ে যায়। এ ছাড়াও আমার বাসায় ছোট দুইটি বাচ্চা গরমে সারারাত ঘুমাতে পারে না। দ্রুত এ অবস্থার পরিবর্তন হওয়া দরকার।
চাঁপাইনবাবগঞ্জের অটো রাইস মিল ও ফুড মিল মালিকরা জানান- বিদ্যুৎ ঠিকমতো না থাকায় নির্ধারিত সময়ের মধ্যে তাদের অর্ডার ডেলিভারি দিতে পারছে না। এমনিতেই ব্যবসার অবস্থা খারাপ- তার ওপর বিদ্যুৎ বিভ্রাট মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে কাজ করছে। এ অবস্থা চলতে থাকলে আমাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে।
ব্যবসায়ীরা আরো জানান- ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অভাবে খরচ বাড়ছে এবং বিদ্যুৎ এর সমস্যা সমাধান করতে পারলে বড় ধরনের লোকসানের আশঙ্কা তৈরি হবে। মিল জানিয়েছেন- লোডশেডিংয়ের কারণে কাজ বন্ধ থাকলেও শ্রমিকদের বেতন দিতে হচ্ছে, যা তাদের ওপর আর্থিক চাপ বাড়িয়ে তুলছে। তারা কর্তৃপক্ষের কাছে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
নাচোল উপজেলার কৃষকরা বলেন- এখন আমাদের আমন ধানে ছেঁচ দেওয়ার সময়- লোডশেডিংয়ের কারণে ধানে ছেঁচ দিতে পারছিনা- ছেঁচ দিতে না পারলে ধানের ফলন কমে যাবে।
চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি- এর জেনারেল ম্যানেজার ছানোয়ার হোসেন বলেন- চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুতের গ্রাহক : ৩ লাখ ৪৬ হাজার
বিদ্যুতের চাহিদা দিনে ৬০-৭০ মেগাওয়াট- রাতে চাহিদা বাড়ে আরও ২০ মেগাওয়াট
এর বিপরীতে পাওয়া যাচ্ছে গড়ে ৪১ মেগাওয়াট
তিনি আরও বলেন- সারা দেশে কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ থাকায় চাঁপাইনবাবগঞ্জসহ সারা দেশেই লোডশেডিং বেড়েছে। আমরা যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি, তা অনুযায়ী প্রতি দেড় ঘণ্টা পরপর লোডশেডিং করতে বাধ্য হচ্ছি। এ সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।