
আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের চরভদ্রাসন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চরভদ্রাসন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৯ই ডিসেম্বর) ২০২৫ ইং সকাল ১১ ঘটিকার সময় থানায় গিয়ে তারা এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষাৎকালে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের চরভদ্রাসন উপজেলার দায়িত্বশীলরা নবাগত ওসিকে স্বাগত জানান এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখতে দল-মত নির্বিশেষে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
“তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও জনসেবামূলক কার্যক্রমে প্রশাসনের পাশে থাকার প্রতিশ্রুতি তাদের সবসময়ের। নবাগত ওসি মোঃ আনোয়ার হোসেন সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছায় ধন্যবাদ জানিয়ে বলেন, চরভদ্রাসনকে একটি শান্ত, নিরাপদ, সন্ত্রাস, মাদক ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে আইনানুগভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
“এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলমীর চরভদ্রাসন উপজেলা শাখার আমির মাওঃ মজিবুর রহমান ও সেক্রেটারি কাউসার খান।উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওঃ আতিকুর রহমান ও চরভদ্রাসন থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি সেক সোলায়মান, চরভদ্রাসন থানা শিবিরের সাবেক সভাপতি আমির হোসের, নজরুল ইসলাম, মুজাহিদ হোসেন, বোরহান, সহ- অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।
























