
আহম্মেদ আল ইভান,
ফরিদপুরের চরভদ্রাসনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১৪ই ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান ও “চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
“উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার এর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাকসুদুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমেশ দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: রেফায়েত উল হাসান,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাউছার খান।
“বুদ্ধিজীবীদের আত্মত্যাগের মাধ্যমেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি আরও সুদৃঢ় হয়েছে।
তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়ুক।

























