
আহম্মেদ আল ইভান স্টাফ রিপোর্টার
ফরিদপুরের চরভদ্রাসনে জাটকা সংরক্ষন সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান
মঙ্গলবার ৮ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা পদ্মা নদীর গোপালপুর ঘাট থেকে বর্ণাঢ্য বিশাল এক নৌ-র্যালি বের হয়। র্যালিটি পদ্মা নদীর বিভিন্ন জায়গা ঘুরে, পরে এসে উপজেলার হলরুমে এক আলোচনা সভা করেন। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশাস্ত কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ফরিদপুর সদর সার্কেল আজমীর হোসেন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি নিশাত ফারাবী, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান, শাখাওয়াত হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার চরভদ্রাসন। মোছাঃ শিরিন শারমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদপুর সদর, পবিত্র কুমার দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মধুখালী, আব্দুল্লাহিল আবরার, উপজেলা মৎস কর্মকর্তা নগরকান্দা, মোঃ মেহেদী হাসান উপজেলা মৎস কর্মকর্তা সদরপুর, ভালো ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তারা। অন্যদের মতো উপস্থিত, উপজেলা
ইসলামী ফেডারেশন এর সভাপতি শেখ সোলায়মান, বিএনপি নেতা, কুদ্দুস আলী, ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী,
স্লোগানঃ “জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে”, এ স্লোগানের উপর চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব সঞ্চালনায়
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক হারুনার রশিদ, ইউপি চেয়ারম্যান আজাদ খান, নৌ-পুলিশ ইনচার্জ নাছিম উদ্দিন -ফরিদপুর অঞ্চল-
উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী কাউছার খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, মৎস্যজীবী আবুল কাসেম খান ও কামাল খান উপজেলা বিএন”পি নেতা শাহজাহান শিকদার, প্রমূখ।