
ইসমাইল ইমন, চট্টগ্রাম:
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের মক্কা ফিলিং স্টেশনের সামনে চেকপোস্টে তল্লাশি চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
এসআই/ মো: শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অদ্য ১২ নভেম্বর রাত ০৭:৩০ মিনিটের সময় চন্দনাইশ থানাধীন চন্দনাইশ পৌরসভাস্থ ০৮নং ওয়ার্ডের চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের পাশে মক্কা ফিলিং স্টেশন সংলগ্ন মেসার্স আমিন মোটর্স শোরুমের সামনে ফাঁকা জায়গায় চেকপোস্ট পরিচালনা করে হানিফ স্টার প্রাইভেট লিমিটেড বাসে তল্লাশি করে আসামী ইমাম হোসেন(৫৮) এর হেফাজত হতে ২০০০(দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম- ইমাম হোসেন(৫৮), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-পশ্চিম মরিচ্যা, গুরা মিয়া গ্যারেজ এর পাশে, ০১নং ওয়ার্ড, ইউপি-হলুদিয়া পালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার বলে জানান।
তার বিরুদ্ধে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
























