
চন্দনাইশ- চট্টগ্রাম -প্রতিনিধি।।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ঈদ পুকুরিয়া এলাকার বিভিন্ন বয়সী সাত শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপ-শহরখ্যাত দোহাজারী পৌরসভার রক্তদান সংশ্লিষ্ট একমাত্র অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দোহাজারী ব্লাড ব্যাংক’।
গত সোমবার দোহাজারী পৌরসভার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঈদপুকুরিয়া সমাজ সেবা সংঘ’র অভিষেক ও মহান বিজয় দিবস উদযাপন- কবর খননকারী ও মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সম্মাননা প্রদান উপলক্ষে ঈদপুকুরিয়া দিদারের দোকান সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রক্তের গ্রুপ নির্ণয়কালে উপস্থিত ছিলেন- দোহাজারী ব্লাড ব্যাংক এডমিন মাঈনুদ্দিন- ওয়াহিদ রনি- মেহেরুল হাসান- খন্দকার মো. সাইফুদ্দীন- কার্যকরী সদস্য মিজান-জাহেদ- দোলোয়ার-শিরীন সুলতানা-সহ-কার্যকরী সদস্য সাহেদ- হাবীব- অভি- ফাহিমুল হুদা।
পরে এলাকার ১০ জন কবর খননকারী ও মসজিদের ১০ জন ইমাম মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
ঈদপুকুরিয়া সমাজসেবা সংঘ’র সভাপতি আবু তৈয়বের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- আকবর সেভেন গ্রপের সিইও মো. আকবর আলী। উদ্বোধক ছিলেন সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন- মাওলানা আহমদ হোসাইন আল কাদেরী-মাওলানা আনোয়ার হোসেন- মোহাম্মদ জাফর মাষ্টার।
এসময় ঈদপুকুরিয়া সমাজসেবা সংঘ’র নাজিম উদ্দিন- আরাফাত উদ্দিন- হেলাল উদ্দিন, জাহেদুল ইসলাম, রেজাউল করিম-রিয়াদ আমিন- ওমর ফারুক- আবদুল হাদি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।