
তৌফিক আলম চৌধুরী, বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম দক্ষিণ জেলা):
বিয়ের ৬ মাসের মাথায় চট্টগ্রামের চন্দনাইশে তাসমিন আক্তার (১৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার ১নং ওয়ার্ড চাগাচর চৌধুরী পাড়া এলাকায় বাপের বাড়ি সিরাজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে চন্দনাইশ থানা দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ দুপুর ১২টার দিকে দোহাজারী হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি বলে জানান থানা পুলিশ।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান পিপিএম জানান, খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলেও জানান ওসি।

























