
এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার পৌরসভার ০৬ নং ওয়ার্ডের পশ্চিম বটতল এলাকা থেকে শনিবার ২৪ জুন রাত ১১:৩০ ঘটিকায় ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন খুচরা ইয়াবা ট্যাবলেট ব্যাবসায়ীকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মিরসরাই পৌরসভার ০৫ নং ওয়ার্ডের বেজা গাজী বাড়ির মোঃ সালাউদ্দিনের ছেলে নাজমুল ইসলাম সাজিব (২৬) দীর্ঘ সময় ধরে মাদক ব্যাবসা করে আসছে৷ মাদক ব্যাবসায় জড়িত থাকার কারণে এই পর্যন্ত তাকে তিনবার আটক করা হয়েছে। তিনি আরও বলেন গোপন সূত্রে খবর পেয়ে মাদক ব্যাবসায়ী সাজিবকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনআনুগ ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।