
নুর মোহাম্মদ, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়াতে নৌবাহিনীর সদস্য পরিচয়দানকারী মোহাম্মদ মিজানসহ তার স্ত্রী মৌসুমী বেগমকে চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আটক করেছে। ১৯ এপ্রিল এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলো মোহাম্মদ মিজান -৩৬- ও তার স্ত্রী মৌসুমী বেগম-২৭-। এসময় তাদের হেফাজতে থানা একটি ওয়ারলেস-সহ মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার -চকরিয়া সার্কেল- রকিব-উর-রাজা জানান, গ্রেফতারকৃত মোহাম্মদ মিজান নৌবাহিনী পরিচয় দিয়ে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ আনোয়ার শপিং কমপ্লেক্সের আওতাধীন স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট ফটোগ্রাফির দোকান হতে ক্যামেরা ভাড়া নেওয়ার কথা বলে।
পরবর্তীতে নৌবাহিনীর সদস্য পরিচয় দেয়া মোহাম্মদ মিজানের কথাবার্তা সন্দেহজনক হলে ফটোগ্রাফির মালিক চকরিয়া থানার পুলিশকে খবর দেই। পুলিশ এসে ভুয়া নৌবাহিনীর সদস্যসহ তার -স্ত্রীকে আটক করে।