
মো.ইমরান হোসেন,
গাজীপুর-১ আসনে (কালিয়াকৈর ও গাজীপুর সিটির একাংশ ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ৮  জন প্রাথী দলীয় মনোনয়ন পেতে নিজ নিজ এলাকায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা শুরু করেছে । ফলে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ । উপজেলা ও পৌর এলাকার ওয়ার্ড এবং গ্রামে পাড়ায় ও মহল্লায় নেতা -কর্মী -সমর্থকদের মাঝে ব্যাপক সারা ফেলেছে । এদের মধ্যে কয়েকজন হেভিওয়েট প্রার্থীও রয়েছেন । তাদের প্রত্যাশা  ইতিবাচক রাজনীতির মাধ্যমে কর্মীদের ভালবাসা পাওয়া ও কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের মনোযোগ আকর্ষণের ।
বিএনপি মনোয়ন প্রত্যাশীরা নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকায় দলীয় কর্মসূচীর পাশাপাশি সামাজিক , ধর্মীয় , খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করে নিজের প্রার্থীর পরিচিতি তুলে ধরছেন । দলীয় মনোনয়ন পেলে নানামুখী উন্নয়ন ও সেবা মূলক কাজের প্রতিশ্রæতি দিচ্ছেন । মনোয়ন প্রত্যাশীদের কেহ একক ভাবে আবার অনেকেই জোটগত ভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন ।
বিএনপি মনোয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছে : কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনি সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল , কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর খাঁন , কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর মেয়র মো. মজিবুর রহমান , কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন , গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক মন্ত্রী চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকীর কনিষ্ট পুত্র ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী , কেন্দ্রীয় কৃষকদলের সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভিপি আ.ন.ম খলিলুর রহমান ইব্রাহীম , কালিয়াকৈর পৌর শ্রমিকদলের প্রতিষ্ঠাতা সভাপতি এ.কে আজাদ ।
কালিয়াকৈর উপজেলা ও পৌর এলাকা, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক , গাজীপুর চন্দ্রা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে বিশাল আকৃতির তোরণ সহ বিভিন্ন আঞ্চলিক সড়ক ও  হাট -বাজার বিভিন্ন স্থাপনায়  ব্যানার , ফেষ্টোন, পোষ্টার , রিক্সা ও যানবাহনে স্টিকারে  চারিদিকে সয়লাব । এছাড়া গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে ।
প্রায় প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির রাষ্ট্র কাঠামে মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ , পথসভা ও উঠান বৈঠক সহ কর্মীদের নানা ভাবে উৎসাহ যোগাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা ।
বিভিন্ন এলাকায় ঘুরে নেতা কর্মীদের সাথে আলাপকালে তারা জানান ,বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময় কালিয়াকৈরে অনেক নেতা- কর্মী মিথ্যা মামলায় জেল ,জুলুম,  হয়রানী ও  নির্যাতনের শিকার হয়েও দলের আদর্শ থেকে বিচ্যুতি হয়নি আজ তাদের সঠিক  মূল্যায়ন করা হচ্ছেনা ।  উপজেলা ও পৌর কমিটিতে ত্যাগি নেতা কর্মীরা পদ বঞ্চিত । অনেকেই আওয়ামীলীগের সময় আতাত করে বিভিন্ন সুবিধা ভোগ করেছে আজ তারাই বিএনপির আহবায়ক কমিটিতে স্থান পাচ্ছে । তৃর্নমূল ত্যাগি নেতা কর্মীরা জানান, যে সকল নেতা আওয়ামী শাসনামলে দলের কান্ডারী হয়ে মিথ্যা মামলায় জেল ,জুলুম,  হয়রানী ও  নির্যাতনের শিকার হয়ে কালিয়াকৈরে নেতৃত্ব দিয়েছেন তাকেই দলের মনোনয়ন দেয়ার জন্য ।
                           























