মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব জনাব সাবিরুল ইসলাম ।
আজ মঙ্গলবার -২০ আগস্ট- সকাল ১১টায় ঢাকা বিভাগের কমিশনার -অতিরিক্ত সচিব- জনাব সাবিরুল ইসলাম নগর ভবনে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন । এরপর নগর ভবনের মেয়র কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সিটি ভবন পরিদর্শন করেন।
মতবিনিময় সভা শেষে প্রশাসক সাবিরুল ইসলাম বলেন- বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি দুর্নীতি মুক্ত- বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চায়। সেই আদর্শের জায়গা থেকে আইন ও নীতি বহির্ভূত যে কোন কাজ থেকে গাজীপুর সিটি করপোরেশন- জেলা প্রশাসনসহ সরকারের প্রশাসন যন্ত্রকে দূর করতে আমরা কাজ শুরু করেছি। আমাদের যাদের জনগণের ট্যাক্সের টাকায় বেতন হয়, তাদের সেবা যেন পরিপূর্ণ দিতে পারি। তিনি আরও বলেন- জন্মনিবন্ধন থেকে শুরু করে ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন কাজের জন্য মানুষ সিটি করপোরেশনে আসেন। কোন মানুষ যেন হয়রানির শিকার না হয়- তাদের যেন সঠিক সময়ে পরিপূর্ণ সেবা দিতে পারি তারজন্য সিটি করপোরেশনের সবাইকে নির্দেশ দিয়েছি। আমাদের চেষ্টা থাকবে মানুষ যেন সেবা না পেয়ে সিটি কর্পোরেশন থেকে ফিরে না যায়।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম- গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।