মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
আজ বুধবার গাজীপুরের শ্রীপুর ও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ায় অন্তত ৬০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
জানা গেছে- গাজীপুরের শ্রীপুরে বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। উপজেলার নয়নপুর এলাকার আরএকে সিরামিক কারখানার শত শত শ্রমিকরা আজ বুধবার সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সেনাবাহিনীর একটি দল সেখানে পৌঁছায়। তাদের মধ্যস্থতায় পোশাক শ্রমিকরা সড়ক থেকে সরে যান।এদিকে শ্রমিকদের বিক্ষোভের কারণে মহাসড়কের দু-পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।আন্দোলনরত শ্রমিকরা জানান- কারখানা কর্তৃপক্ষ তাদের নিয়ম অনুযায়ী আমাদের বাৎসরিক ইনক্রিমেন্ট, বেতন-ভাতা পরিশোধ করছে না।
অপরদিকে বুধবার সকালে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো এলাকা পর্যন্ত অবস্থিত বিভিন্ন কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে কর্তৃপক্ষ একে একে কারখানাগুলো ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কারখানায় ছুটি ঘোষণার পর শ্রমিকরা বাইরে বেরিয়ে এসে অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করে। পরবর্তীতে তারা ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে- সেসব কারখানা কর্তৃপক্ষও কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই অঞ্চলের অন্তত ৬০টি ছোট-বড় পোশাক কারখানায় ছুটি ঘোষণার তথ্য পাওয়া গেছে। শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যায় নবীনগর-চন্দ্রা এবং বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক। পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করে জানান – বিক্ষোভের মুখে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকা পর্যন্ত সড়কের উভয় পাশে অন্তত ৬০টি কারখানা কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ- সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা।
এদিকে- গাজীপুরের টঙ্গীতে বিসিক শিল্প এলাকায় শ্রমিক নামধারীদের বিভিন্ন ইস্যু নিয়ে শিল্প কারখানায় হামলা- ভাঙচুর ও নৈরাজ্য ঠেকাতে আজ বুধবার সকাল থেকে বিসিক পাড়ায় বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে পাহারা বসিয়েছেন। গার্মেন্টস সেক্টরের স্থিতিশীল পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে- সেজন্য তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে বিএনপি নেতাকর্মীরা।এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক- টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী- বিএনপি নেতা সবিরুল গাজী- বেনজির আহম্মেদ পিন্টু- নুরে আলম জিকু- কাউসার আহম্মেদ- গাজী আমান- আমিনুল ইসলাম আমিন- মহসীন গাজী ও আসাদুজ্জামান মামুনসহ বিএিনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান -টঙ্গী বিসিকে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা সরব থাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।