উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।
বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনায় শিক্ষার্থী, শিল্পী ও জ্ঞানপিপাসুদের কাছে সরস্বতী পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। সরস্বতী দেবী জ্ঞান ও বিদ্যার দেবী হিসেবে পরিচিত। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীনা।
রবিবার দুপুর ১২ টা ৪৩ মিনিটে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে সোমবার সকাল ১০ টা ২৭ মিনিটে পঞ্চমী তিথি শেষ হবে। এ বছর তিথি অনুযায়ী রবিবার ও সোমবার সরস্বতী পূজা করা হয়েছে ।
সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী পূজার দিনে জ্ঞান, শিক্ষা, কলা, সংগীতের প্রতীক মনে করে। সরস্বতী পূজার দিন হিন্দু শিক্ষার্থীরা বিশেষ ভাবে মায়ের আর্শীবাদ কামনা করে। সরস্বতী পূজা শুধু ধর্মীয় নয়, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জয়দেবপুর রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গাজীপুর সরকারি মহিলা কলেজ,কাজী আজিমউদ্দিন কলেজ, জয়দেবপুর বিদ্যানিকেতন, বোয়ালী নরেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয়, বোয়ালী কেন্দ্রীয় মন্দির, গোলয়া দুর্গা মন্দির সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে , বাড়িতে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।
পূজামন্ডপে সরস্বতী দেবীর বন্দনায় ঢাক- ঢোল – কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠে ।