
মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার
গাজীপুরে বাংলাদেশ বার কাউন্সিল তালিকাভুক্তি পরীক্ষা ২০২৫ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি ও পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য কামনায় সজীব ‘ল’ একাডেমির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার -১৮ এপ্রিল- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষানুরাগী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং গাজীপুর ‘ল’ কলেজের সম্মানিত প্রিন্সিপাল ডক্টর মো.সহিদউজ্জামান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জজ কোর্টের বিজ্ঞ সিনিয়র আইনজীবী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট মেহেদী হাসান এলিস , গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসিনা আক্তার বিথী , সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম এবং একাডেমির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম সজীব ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাঁদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহব্যঞ্জক বার্তা প্রদান করেন এবং দোয়ার মাধ্যমে সকল পরীক্ষার্থীদের সফলতা কামনা করা হয়।