
মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিক উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সন্মেলন কক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ গাজীপুর পুলিশ সুপার জনাব কাজী শফিকুল আলম বিপিএম-সেবা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।