
মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে পার্টনার ইন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট চচউ এর সার্বিক সহযোগিতায় ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিস আয়োজিত প্রাতিষ্ঠানিক ডেলিভারি এবং প্রসব পরবর্তী রক্তক্ষরণে মিসোপ্রোস্টল ট্যাবলেটের ব্যবহার সন্মন্ধে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন,গাজীপুর জেলার সহকারী পরিচালক ডা: জিনাত সুলতানা । বক্তব্য রাখেন ডা: জামাল হোসেন, মো: সালাহ উদ্দিন (প্রশাসনিক সহযোগী ),ফাহিম ইসলাম সৌরভ (প্রোগ্রাম পরামর্শ দাতা ) ,আনিকা হোসেন (প্রোগ্রাম সহযোগী প্রমূখ। কর্মশালায় জানানো হয় ,স্বাস্থ্যকেন্দ্রে ডেলিভারী নিরাপদ এবং প্রসব পরবর্তী রক্তক্ষরণে মিসোপ্রোস্টল ট্যাবলেট ব্যবহারে প্রসুতির র্মত্যু ঝুঁকি হ্রাস পায়। এ তথ্য তৃনমূলে পৌঁছে দেয়ার জন্যই এই কর্মশালা। কর্মশালায় কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সংরক্ষিত ইউপি সদস্য,শিক্ষক,সাংবাদিক,কিশোর কিশোরী প্রতিনিধি,গর্ভবতী মা,সুবিধা বঞ্চিত ব্যাক্তিদের প্রতিনিধি, ও স্বাস্থ্য কর্মীসহ শতাধিক ব্যাক্তি উপস্থিত ছিলেন।























