মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এস.এম পলাশ চঞ্চলকে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জানাযায়- বুধবার -২৫ সেপ্টেম্বর- বিকেলে
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এস.এম পলাশ চঞ্চলকে বহিষ্কারের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়- সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক এস.এম পলাশ চঞ্চলকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের -বহিষ্কৃত- সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
চিঠিতে আরো উল্লেখ্য করা হয়েছে- জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান মোল্লা বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন- একটি কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে ঝামেলা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী একটি দলের নেতা ছিলেন বহিষ্কৃত এস.এম পলাশ চঞ্চল। এ জন্য কেন্দ্রীয় যুবদল তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।