
মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের শ্রীপুরে একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান,বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মাওনা টেপিরবাড়ি এলাকার এ এস এম কেমিক্যাল কারখানার একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রাত সাড়ে আটটা পর্যন্ত শ্রীপুর ফায়ারসহ আশপাশের সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। কারখানা ব্লিচিং পাউডার রাখার জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে কারখানার শ্রমিকদের ধারণা। এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরোপন করা যায়নি।