মো. ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈরে গ্রাম-বাংলা আন্তঃ উপজেলা শহীদ জিয়া স্মৃতি নারী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার তারুণ্য যুব সংঘের উদ্যোগে ৩১ জানুয়ারী শুক্রবার বিকেলে বলিয়াদী মাঠ প্রাঙ্গণে শহীদ জিয়া স্মৃতি নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সামসুজ্জামান শিপলু বকসীর সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য মো. মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবেদুর রহমান খোকন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুত্রাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান সরকার, ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ট্রাইবেকারের মাধ্যমে খেলা শেষে দিনাজপুর নারী ফুলবল দলকে দুই গোলে হারিয়ে রংপুর মহিলা একাদশ বিজয়ী হয়েছেন। বিজয়ী দলের নারী ফুলবলের সম্ভাবনাময় তারকা গোলরক্ষক ট্রাইবেকারে দুই গোল ফিরিয়ে সেরা খেলোয়ার হিসেবে স্বপ্নার হাতে চ্যাম্পিয়ন ট্রাফি তোলে দিলেন প্রধান অতিথি।