
এম এইচ হৃদয় খান গাজীপুর
শ্রীপুরে কৃষকদের কাছ থেকে খাজনা মওকুফ করে প্রশংসিত হয়েছেন ওয়ার্ড বিএনপি নেতা আতাউল্লাহ।
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতাউল্লাহ ১৪৩২ বঙ্গাব্দের পহেলা বৈশাখ থেকে নয়নপুর বাজারের ইজারা নিয়ে খাজনা আদায় করছেন।
তবে তিনি কৃষকদের কাছ থেকে কোনো খাজনা নিচ্ছেন না, যা স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।
নয়নপুর বাজারে কয়েকজন কৃষকদের সাথে কথা বলে জানা যায় ১৪৩২ এর পহেলা বৈশাখ থেকে আতাউল্লাহ কৃষকদের কাছ থেকে কোনো খাজনা আদায় করেনি । এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ এতে আমরা কৃষকরা ভালো লাভবান হতে পারবো ।
এই ব্যতিক্রমী সিদ্ধান্তের ফলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের পুরো মূল্য লাভ করতে পারছেন, যা তাদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। এ উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আতাউল্লাহর প্রশংসা করতে থাকেন অনেকেই।
স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খলিল জানান এই উদ্যোগ নেওয়ায় আতাউল্লাহ কে অভিনন্দন জানাই এবং এই উদ্যোগ সবসময় থাকুন এই প্রত্যাশা করতেছি ।
স্থানীয়রা জানান, আতাউল্লাহর এই পদক্ষেপ কৃষকদের জন্য একটি বড় সহায়তা, যা অন্যান্য বাজার পরিচালকদের জন্যও অনুকরণীয় হতে পারে।
ওয়ার্ড বিএনপি নেতা আতাউল্লাহ বলেন পহেলা বৈশাখে ইজারা নিয়ে আসছি , এবং তারপর থেকেই বাছার দেখবাল করে আসতেছি ,কৃষকদের প্রতি
আমার নেতা জিয়াউর রহমানের ভালোবাসা দেখে আমার মনে হলো কৃষকদের কাছ থেকে খাজনা আদায় না করলে কৃষকরা উপকৃত হবেন,এতে কৃষকরা লাভবান হবেন। কৃষকদের খাজনা মওকুফ করে দিয়েছি , এবং অন্যান্য যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকেও স্বল্প পরিসরে খাজনা আদায় করা হচ্ছে।
সচেতন মহল মনে করছেন এ ধরনের উদ্যোগ কৃষকদের ফসল উৎপাদনে উৎসাহিত
করবে ,তারা প্রত্যাশা করেন ভবিষ্যতেও আতাউল্লাহ এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবেন।