
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় খাবারের জন্য সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গত কয়েক সপ্তাহে আঘাতের ঘটনা ঘটেছে, যার ফলে ৭৪৩ জন নিহত এবং প্রায় ৪ হাজার ৮৯১ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
গাজায় চলমান গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নামে একটি বিতর্কিত সহায়তা প্রকল্পের মাধ্যমে খাবার বিতরণ করা হয়। কিন্তু এই প্রকল্পের নিরাপত্তা কর্মীদের এবং ইসরায়েলি সেনাদের খাদ্য নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।
মার্কিন সংবাদ সংস্থা এপির বরাতে জানা যায়, জিএইচএফ-এর কয়েকজন মার্কিন ঠিকাদার নিজে এই সহিংসতার সাক্ষী হয়েছেন। তবে জিএইচএফ এসব অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে তারা নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই প্রকল্পের পক্ষে দাঁড়িয়ে ৩০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে। তবে এই সহায়তা কেন্দ্রগুলোতে সহিংসতা কমেনি, বরং জুন মাসে খান ইউনুসের একটি সাইটে গ্রেনেড হামলায় দুই মার্কিন কর্মী আহত হন।
অপর দিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই প্রকল্পকে ‘অমানবিক ও প্রাণঘাতী সামরিকীকৃত প্রকল্প’ হিসেবে অভিহিত করেছে।
গাজার মানুষ ক্ষুধার্ত অবস্থায় সহায়তা পাওয়ার জন্য মরিয়া, কিন্তু সহায়তা নিতে গিয়ে তারা ঝুঁকির মুখে পড়ছেন। অনেক পরিবার খাবার বাঁচিয়ে খান বা পুরো দিন না খেয়ে কাটাচ্ছেন।