
নিউজ ডেস্ক:
গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে মানবিক সহায়তা প্রবেশে নির্ধারিত পরিমাণের তুলনায় বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে, জানিয়েছে জাতিসংঘ। খাদ্য বিতরণ কিছুটা বাড়লেও সামগ্রিক সহায়তা প্রবাহ এখনও মারাত্মকভাবে সীমিত রয়েছে।
জাতিসংঘ জানায়, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গাজায় প্রবেশপথ দিয়ে মাত্র ১৪৯টি ট্রাক পণ্য নামানো হয়েছে। ফিলাডেলফি করিডোরের সরু পথ এবং যানজট, পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনীর ধারাবাহিক বিলম্বের কারণে সহায়তা পৌঁছানো বাধাগ্রস্ত হচ্ছে।
গাজার মিডিয়া অফিসের তথ্যে বলা হয়েছে, যুদ্ধবিরতির পর প্রতিদিন গড়ে মাত্র ১৪৫টি সহায়তা ট্রাক ঢুকতে পেরেছে, যা দুই পক্ষের সমঝোতায় নির্ধারিত দৈনিক ৬০০ ট্রাকের তুলনায় অনেক কম।
জাতিসংঘ ফিলাডেলফি করিডোরকে বড় কনভয় চলাচলের জন্য ‘অত্যন্ত সংকীর্ণ ও অযোগ্য’ হিসেবে বর্ণনা করেছে। এছাড়া মানবিক সংস্থাগুলোকে বিকল্প রুট, বিশেষ করে কেরেম শালোম ব্যবহার করার অনুমতি দিতে ইসরায়েলের অনীহা পরিস্থিতিকে আরও জটিল করেছে।
মানবিক সহায়তার এই ঘাটতি গাজায় ন্যূনতম বেঁচে থাকার প্রয়োজন মেটানোকে কঠিন করে তুলছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো দ্রুত ও অবাধ সহায়তা প্রবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে।

























