
পলাশ হাওলাদার, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর গলাচিপায় শেখ রাসেল স্টুডিয়াম, পটুয়াখালী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২২ খেলার শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকাল ৩টায়, গলাচিপা পৌরসভার শেখ রাসেল ষ্টুডিয়াম মাঠে, বর্নাঢ্য সাজসজ্জায় জাতীয় সংগীত ও নৃত্যের ছন্দে শুভ উদ্বোধনী খেলায়- প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও খেলা উদ্বোধন করেন, পটুয়াখালী জেলা প্রশাসক মো. কামাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.শাহিন শাহ, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন, সহকারী পুলিশ সুপার মো. মোর্শেদ তোহা, গলাচিপা থানার অফিসার্ ইনচার্জ (ওসি)শোনিত কুমার গায়েন। এছাড়াও উপজেলার সকল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বৃন্দ, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীসহ হাজার হাজার দর্শক। উদ্বোধনী খেলায় গলাচিপা পৌরসভা একাদশ বনাম ডাকুয়া ইউনিয়ন পরিষদ একাদশ অংশ নেয়। সার্বিকভাবে খেলার দায়িত্ব ও টুর্নামেন্ট পরিচালনা করেন উপজেলা সংস্থার সাধারণ সম্পাদক আবু বক্কর শিবলী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী ও সহকারী শিক্ষিকা নুসরাত জাহান আনা। এই টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহন করবে বলে জানা যায়।