
শওকত আলম, কক্সবাজার:
কক্সবাজার সদরের খুরুশকুলে ধানের শীষের নির্বাচনী পথসভা রূপ নেয় জনতার মহাসমুদ্রে। খুরুশকুল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে সৃষ্টি হয় ইতিহাসের সেরা জমায়েত, যা এলাকাবাসীকে বিস্মিত ও আন্দোলিত করে। চারদিক থেকে ছুটে আসা মানুষের অভাবনীয় উপস্থিতিতে জনমনে নতুন উদ্দীপনা ও প্রেরণার সঞ্চার হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও তিন আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। তিনি মঞ্চে উঠতেই চারপাশ করতালিতে মুখরিত হয়ে ওঠে। জনতার আবেগঘন অনুরোধে তাঁর বক্তব্য আরও দীর্ঘ হয় এবং উপস্থিত জনতা মনোযোগ দিয়ে তাঁর প্রতিটি কথা শোনে।
বক্তব্যে লুৎফুর রহমান কাজল বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির প্রধান লক্ষ্য। তিনি বলেন, “আপনারা আমার জন্য একদিন কষ্ট করলে, আমি আপনাদের জন্য পাঁচ বছর কষ্ট করতে প্রস্তুত।” তিনি নির্বাচিত হলে খুরুশকুলসহ পুরো এলাকার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং টেকসই উন্নয়ন বাস্তবায়নের অঙ্গীকার করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন।
এই পথসভা ও মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করেছে—খুরুশকুল আজ ঐক্যবদ্ধ, প্রত্যয়ে দৃঢ় এবং পরিবর্তনের পথে অগ্রসর। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই জনসভা এলাকাবাসীর মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
























