সাকিব ফারহান কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।।
কুষ্টিয়ার কুমারখালীতে ৬৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার(৩০জুন)সকাল ১১.০০ টাতে উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপসী রোপা আমন ও হাইব্রিড রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষে এ প্রণোদনা প্রদাণ করা হয়।প্রণোদনায় ২১০ জন চাষীকে হাইব্রিড ও ৪৭০ জন চাষীকে উপসী জাতের ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
এতে হাইব্রিড চাষীরা প্রত্যেকে ২০ কেজি ডি,এ,পি,১০ কেজি এম,ও,পি,৫ কেজি বীজ,আর উপসীর চাষীরা প্রত্যেকে ১০ কেজি ডি,এ,পি,১০ কেজি এম,ও,পি,৫ কেজি করে বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ কুমার দাসের তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু,সদকী ইউ,পি চেয়ারম্যান আব্দুল মজিদ সহ আরো অনেকেই।