তৌহিদ বেলাল।।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে রোহিঙ্গানেতাসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন- উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পের হেড মাঝি নূর মোহাম্মদ, একই ক্যাম্পের রুহুল আমিন ও বালুখালি ক্যাম্পের নুরুল আলম।
শুক্রবার (২৩ জুন) সকালে উখিয়া উপজেলার কুতুপালং ও বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।
এদের একজনকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ও অন্য দু’জনকে এনজিও পরিচালনাধীন তুর্কি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএন’র অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ বলেন- ‘শুক্রবার সকালে গোলাগুলিতে ক্যাম্পে তিনজন আহত হয়েছে’।
তিনি আরও বলেন- ‘গোলাগুলি ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে’।























